রাইট শেয়ার ছাড়বে ঢাকা ডায়িং
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি দুটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ইস্যু করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এ শেয়ার ছাড়া হবে।
রাইট ইস্যু করতে শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ঢাকা ডায়িং। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়ার পর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হবে। বিএসইসি প্রস্তাব অনুমোদন করলে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি।
২০১৩ সালেও ঢাকা ডায়িং রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। তখন একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু রাইট ইস্যু বিধিমালার সব শর্ত পূরণ না হওয়ায় বিএসইসি ওই প্রস্তাব অনুমোদন করেনি।