ব্যাংকিং খাতে সুশাসনের অভাব : আইএমএফ
বাংলাদেশের ব্যাংকিং খাতে এখনো সুশাসনের অভাব রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এর অভাব বেশি বলে মনে করে সংস্থাটি।
বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধিদল আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইএমএফ প্রতিনিধিদলের প্রধান রডরিগো কুবেরো।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, জিডিপি, ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক খাতসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ তুলে ধরেছেন বলে জানান রডরিগো। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসনের অভাব রয়েছে। অন্য দেশগুলোর চেয়ে এ দেশে ব্যাংক-ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার বেশি। তা ছাড়া এ দেশে খেলাপি ঋণের পরিমাণ বেশি।
২০১৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া ভ্যাট আইন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইএমএফ।
রডরিগো বলেন, চলতি বছর বাংলাদেশে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে তাঁরা ধারণা করছেন। সরকার নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশও অর্জিত হতে পারে, তবে সে জন্য কাজ করতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক খাতগুলো আরো শক্তিশালী করার সুপারিশ করেছেন তাঁরা।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেসিক ব্যাংকের দুর্নীতি বিষয়ে আইএমএফের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে রডরিগো বলেন, ‘আমরা একক কোনো বিষয় নিয়ে কথা বলিনি। আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি।’