সায়হাম কটনের পর্ষদ সভা ৩০ নভেম্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলসের পরিচালনা পর্ষদ সভা ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানির ২০১৫ সালের ৩১ অক্টোবর শেষ হওয়া অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (মে-জুলাই) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ৯১ পয়সা।
২০১৪ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ সময়ে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি দুই লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৪ টাকা ১৭ পয়সা।