কেয়া কসমেটিকসের পর্ষদ সভা ২৯ নভেম্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদ সভা ২৯ নভেম্বর দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানির পর্ষদ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৭ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়ায় কোম্পানিটি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। গত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭ কোটি এক লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৫১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা নয় পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৮০ পয়সা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪৬ দশমিক ৬৩।