জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা ৩০ নভেম্বর
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের সভা হবে ৩০ নভেম্বর দুপুর আড়াইটায়। এ সভায় কোম্পানিটির ২০১৫ সালের ৩০ নভেম্বর শেষ হওয়া হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১৫ সালের জন্য জিপিএইচ ইস্পাত ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এই হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় দুই টাকা ৩৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৪০ পয়সা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৫ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৩৯ টাকা ৬০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১২ দশমিক শূন্য ৬।