ডরিন পাওয়ার জেনারেশনের আইপিও অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
আজ সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি শেয়ারবাজারে দুই কোটি শেয়ার ছাড়ার বিপরীতে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।
কোম্পানিটির গত পাঁচ বছরের (ওয়েটেড এভারেজ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৪ টাকা ৮৭ পয়সা।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে সংগ্রহ করা টাকায় দুটি সহযোগী কোম্পানির পাওয়ার প্ল্যান্ট স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।