আইটিসির আইপিও পেতে ৬৭ গুণ আবেদন, ড্র ৩ ডিসেম্বর
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের (আইটিসি) আইপিও আবেদনের লটারির ড্র ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । এই দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসি) আইপিওতে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬৭ দশমিক ২৭ গুণ আবেদন জমা পড়েছে।
গত ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।
এর আগে গত ২২ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন অনুযায়ী কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা দরে বাজারে এক কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে প্রযুক্তি খাতের এ কোম্পানি।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২৮ পয়সা।
জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।