৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির টিয়ার-২ মূলধন সংগ্রহ করতে সাত বছর মেয়াদি এই বন্ড হবে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন দুই হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন এক হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভ ৮৮৫ কোটি ৪৫ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির মোট ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৭ দশমিক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৮ দশমিক ৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৪৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ আট টাকা ৮০ পয়সা।