টিস্যু পেপার প্রকল্পের উৎপাদন সক্ষমতা বাড়াবে হাক্কানী পাল্প
শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান হাক্কানী পাল্পের পরিচালনা পর্ষদ তাদের টিস্যু পেপার প্রকল্পের উৎপাদন সক্ষমতা ১০ টন থেকে ২০ টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
টিস্যু পেপার প্রকল্পের উৎপাদন খরচ ১৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা থেকে ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে।
‘বি’ ক্যাটাগরির হাক্কানী পাল্প ২০১০-১৪ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭৬ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা সাত পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৪০ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৪৫ টাকা ৩০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১৪ দশমিক ৪৪।