মূলধনি যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
এইচএসবিসি ব্যাংক থেকে ঋণ নিয়ে দুটি ব্র্যান্ডের নতুন মূলধনি যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ইতালিতে তৈরি ডাবল ড্রাম রেইজিং মেশিন ও জার্মানিতে তৈরি ওয়েফট ট্রেইটনার অর্থপ্যাক কিনবে। এতে ঋণপত্রের (লেটার অব ক্রেডিট) মাধ্যমে খরচ পড়বে এক লাখ ৭৫ হাজার ইউরো বা এক কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১ টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭৭ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ২২ টাকা ৩৬ পয়সা ও ইপিএস দুই টাকা ২৩ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৯ কোটি ৬৪ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৮১ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৪১ হাজার। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৪ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৯ দশমিক ৯ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৫ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৮ টাকা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ৬১।