ক্রিকেট ব্যাট উৎপাদনে ঋণ সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন
দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় ক্রিকেট ব্যাট উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেবে ব্র্যাক ব্যাংক। এ জন্য সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি হয়েছে।
পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া ক্রিকেট ব্যাট ক্লাস্টার, যশোরের নরেন্দ্রপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার, ঝিনাইদহের কোটচাঁদপুর ক্রিকেট ব্যাট ক্লাস্টার এবং খুলনার রূপসা ও ফুলতলার ক্রিকেট ব্যাট উৎপাদনের সঙ্গে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এসএমই ঋণ সুবিধা দেওয়া হবে।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আরএফ হুসাইন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।
এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার, উপমহাব্যবস্থাপক ও বোর্ড সেক্রেটারি নাজিম সাত্তার, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দীন, হেড অব স্মল বিজনেস সৈয়দ আবদুল মোমেন এবং কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।