লাফার্জ সুরমা-অলিম্পিয়া হোল্ডিংসের সমঝোতা চুক্তি সই
বাংলাদেশে বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড।
চুক্তি অনুসারে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড এখন তাদের সব নির্মাণ প্রকল্পে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে।
রাজধানীর গুলশানে লাফার্জ সুরমার প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির পরিচালক (অর্থ) মাসুদ খান এবং অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান জামিল উদ্দীন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের পক্ষে তাঁরা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাফার্জ সুরমা সিমেন্ট দেশের স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট। কোম্পানিটি সিমেন্ট বাজারজাত করে আসছে।