ড্রাগন সোয়েটারের আইপিওর আবেদন শুরু ১৭ জানুয়ারি
ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আগামী ১৭ জানুয়ারি থেকে আবেদন করা যাবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আইপিওর শেয়ার পেতে স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা ১৭ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি লটের বিপরীতে পাঁচ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত পাঁচ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে গড়ে এক টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭৯ পয়সা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।