রেমিট্যান্স সেবায় এফএসআইবিএল ও সাউথইস্ট ব্যাংকের চুক্তি
অনলাইনে আর্থিক সেবাদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিয়ার মাধ্যমে রেমিট্যান্স আনতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। এফএসআইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশিদের অর্থ সহজে ও দ্রুত সময়ে দেশে আসবে। গতকাল সোমবার এফএসআইবিএলের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এফএসআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী উপস্থিত ছিলেন। চুক্তিপত্র বিনিময় করেন এফএসআইবিএলের আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহমেদ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মো. আমির হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফএসআইবিএলের মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, আন্তর্জাতিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, রেমিট্যান্স ইনচার্জ মো. ফরহাদ রেজা ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা শামীমা আক্তার রাখী উপস্থিত ছিলেন।