ব্যাংকে চাকরির আবেদনে ফি নেওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
দেশের তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাকরি আবেদনে কোনো প্রকার ফি না নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সহকারী মুখপাত্র এ এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য অনেক ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাই বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে দেশে কার্যত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীদের কাছে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার চাইতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠান এমনটি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ব্যাংক ও আর্থিক খাতের গ্রাহক অধিকার সংরক্ষণবিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন গভর্নর।