আইন লঙ্ঘন করায় সিভিও পেট্রোকেমিক্যালের পরিচালকদের জরিমানা
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের প্রত্যেক পরিচালককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যাল কোনো মুনাফা করতে পারেনি; বরং মুনাফা ঋণাত্মক ছিল। এ অবস্থায় ওই হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এটি কোম্পানির মূলধন থেকে দেওয়া হয়েছে। কোম্পানির এ ধরনের কর্মকাণ্ড বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৯৬-এর ১৮ ধারা লঙ্ঘন। এ কারণে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান দাঁড়ায় ছয় কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি লোকসান তিন টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ছিল নয় টাকা ৩২ পয়সা।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় নয় টাকা ১৭ পয়সা ও শেয়ারপতি নিট সম্পদমূল্য ১৮ টাকা ২৪ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩৩১ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৩৫০ টাকা ১০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ২৬ দশমিক ৬৬।