এফএসআইবিএলের সবুজ উপকূল কার্যক্রম শেষ হলো
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) সবুজ উপকূল ২০১৫-এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় অঞ্চলের জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা, জলবায়ুর পরিবর্তনের বিষয়ে ধারণা দেওয়াই ছিল সবুজ উপকূল কার্যক্রমের লক্ষ্য। উপকূলবর্তী ১১টি জেলার ১৩টি উপজেলার ৪৮টি স্কুলের ২০ হাজার শিক্ষার্থীকে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের উপদেষ্টা (প্রশাসন) মীর মো. মোতাহার হাসান এবং দৈনিক সমকালের মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক আবুল খায়ের চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অনুষ্ঠানে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল, ২০১৫’-এর কার্যক্রম-সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন ও উপকূল বাংলাদেশের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ঢাকা মহানগরীর শাখা ব্যবস্থাপক ও উপকূল বাংলাদেশের পরিচালক রফিকুল ইসলাম মন্টুসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।