মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
গ্রাহকের সেবা বাড়াতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু করা হয়েছে। ব্যাংকটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন শ্রীনগরের এম রহমান কমপ্লেক্সে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান, ব্রাঞ্চ ব্যাংকিংয়ের প্রধান আবেদুর রহমান সিকদার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ শাখা উদ্বোধন উপলক্ষে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে ও নেটওয়ার্ক বিস্তৃত করতে কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’