তেলের চেয়ে ড্রামের দাম বেশি!
অতিরিক্ত উৎপাদন ও সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন অব্যাহত। পতনপ্রবণ বাজারে বর্তমানের এক ব্যারেল জ্বালানি তেলের দাম ২৮ ডলারের নিচে নেমেছে। কিন্তু ওই তেল রাখা ব্যারেল বা ড্রামের দাম পণ্যটির চেয়ে কয়েক গুণ বেশি।
ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্টের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ৫৫ গ্যালন (এক গ্যালন = ৩.৭৮ লিটার) তেল ধরবে এমন একটি স্টিল ড্রামের (ঢাকনাওয়ালা) দাম ৯৯ ডলার। তবে আকার ও মানভেদে দাম ভিন্ন হতে পারে।
ইন্টারনেটভিত্তিক সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমে আকার ও দ্রব্যমানের ভিত্তিতে বিভিন্ন দামের তেলের ড্রাম পাওয়া যাবে।
অ্যামাজনে ৫৫ গ্যালন তেল ধারণ করবে এমন ঢাকনাওয়ালা স্টিলের ড্রামের দাম ৭৮ ডলার ৩৯ সেন্ট, ৩০ গ্যালন তেল ধরা ড্রামের দাম ৫৫ ডলার ৯৫ সেন্ট ও পাঁচ গ্যালন তেল ধরা ড্রামের দাম ১৫ ডলার।
অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ই-বে। এ প্রতিষ্ঠানও এমন দামে স্টিলের ড্রাম বিক্রি করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পণ্যবাজারে অপরিশোধিত তেলের দাম ২৭ ডলার ৬৭ সেন্ট বা দুই হাজার ২১৩ টাকা।
এর আগে বিশ্বের শীর্ষ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা পূর্বাভাস করেন, তেলের বাজারে দীর্ঘ মেয়াদে পতন-প্রবণতা বিরাজ করবে। প্রতি ব্যারেল তেলের দাম ২০ ডলার পর্যন্ত নামতে পারে।
লন্ডনভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কিটের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ‘তেলের দাম আরো কমলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো হবে। তবে তেলশিল্পের জন্য উদ্বিগ্নের কারণ হবে।’
পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতার পর তেল রপ্তানিসহ বিভিন্ন খাতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এতে বিপুল পরিমাণ তেল উৎপাদন, মজুদ ও রপ্তানির দিকে ঝুঁকছে ইরান।
একসময়ের তেলের বড় বাজার দখলকারী দেশ ইরান তার অবস্থান ফিরে পেতে চাইছে। দেশটি দৈনিক ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তব হলে বিশ্ববাজারে তেলের দাম আরো কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও তেলের দরপতন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
মার্কিন এক বিশ্লেষক প্যাট্রিক ডিহান টুইটারে লিখেছেন, ‘বর্তমানে জ্বালানি তেলের দাম পানির চেয়ে সস্তা। এক ব্যারেল তেলের দাম একটি স্টিলের ড্রামের চেয়ে তিন গুণ কম।’