ফুড মার্টের সেবা এখন ঢাকাজুড়ে
অনলাইনে সেবাদানকারী প্রতিষ্ঠান ফুড মার্ট চলতি মাস থেকে ঢাকাজুড়ে তাদের কার্যক্রম শুরু করেছে। এখন থেকে ভোজনরসিকরা রাজধানীর জনপ্রিয় রেন্টুরেন্টগুলোর খাবার পেতে ফুড মার্টের মাধ্যমে অর্ডার দিতে পারবেন। এ ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে না। ক্যাশ অন ডেলিভারি ছাড়াও রয়েছে অনলাইন পেমেন্টের সুবিধা।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, ‘গত বছরের নভেম্বর মাসে ঢাকায় ফুড মার্টের কার্যক্রম শুরু হয়। নির্দিষ্ট কিছু এলাকায় সেবা দিতে সক্ষম হই। গ্রাহকদের চাহিদা পূরণে চলতি মাস থেকে রাজধানীজুড়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ঘরে বা অফিসে বসে আমাদের মাধ্যমে অর্ডার দিলে ঘণ্টার মধ্যে খাবার আপনার কাছে পৌঁছে যাবে।’ রাজধানীর ৩২০টি জনপ্রিয় রেস্টুরেন্টের সঙ্গে তাঁরা কাজ করছেন বলে জানান তিনি।
ফুড মার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ও অর্ডার দেওয়ার নিয়মকানুন জানতে www.foodmart.com.bd-তে যেতে পারেন। ফেসবুকেও যুক্ত থাকতে পারেন (www.facebook.com/foodmartofficial)।
রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুড মার্টের পক্ষ থেকে দেওয়া হবে এসএমএস এবং জানানো হবে ডেলিভারির সময়।