ম্যারিকোর শতভাগ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য শতভাগ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া হবে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নয় মাসের আর্থিক অবস্থার ভিত্তিতে। এ জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপএস) হয়েছে ১০ টাকা ২৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এর ইপিএস হয় আট টাকা ৯৯ পয়সা। ২০১৫ সালে এপ্রিল-ডিসেম্বর প্রান্তিকে এ কোম্পানির ইপিএস হয় ৩৭ টাকা ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৩৬ টাকা ৫৪ পয়সা।
ডিএসইতে গত এক মাসের মধ্যে ম্যারিকোর শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৩৩৭ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৪৪৯ টাকা ১০ পয়সা।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য ৪২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১৩৪ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পমূল্য ৫৪ টাকা ৩৫ পয়সা ও শেয়ারপ্রতি আয় ৪২ টাকা ৬৯ পয়সা।
২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে মোট ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৩ টাকা ৯৯ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৪ টাকা ১৬ পয়সা।