কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ৮ শতাংশ
চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে। এ সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে মোট আট হাজার ৭৫৫ কোটি ৯৯ লাখ টাকা। এটি গত অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পূরণ হয়েছে ৫৩ দশমিক ৩৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে চলতি অর্থবছর আমন ও বোরো দুটি মৌসুমেই কৃষকরা গত অর্থবছরের চেয়ে বেশি আবাদের লক্ষ্য নেয়। এতে কৃষকের কাছ থেকে ঋণের চাহিদাও বেড়েছে। ফলে সার্বিক কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। অর্থবছরের বাকি সময়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর নাগাদ ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণের পরিমাণ আট হাজার ৭৫৫ কোটি ৯৯ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে এক হাজার ৬৮৫ কোটি টাকা বা সাত দশমিক ৯২ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে ঋণ বিতরণ হয় সাত হাজার ৭০ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা গত অর্থবছরের চেয়ে সাড়ে ৫ শতাংশ বা ৮৫০ কোটি টাকা বেশি। গত অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৫০ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে পুরোনো ব্যাংকগুলোকে মোট বিতরণকৃত ব্যাংকঋণের ন্যূনতম আড়াই শতাংশ কৃষি ও পল্লী খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এ হার ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের উল্লিখিত ছয় মাসে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে কৃষিঋণ বিতরণ হয়েছে চার হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার ৫০ দশমিক ১২ শতাংশ পূরণ করেছে। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ হয়েছে চার হাজার ৯৯ কোটি ৪৯ লাখ টাকা। এটিও লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৬৬ শতাংশ পূরণ করতে পেরেছে।