শাহজিবাজার পাওয়ারের এজিএম সোমবার
শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী সোমবার বেলা ১১টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ২৮ শতাংশ নগদ ও তিন শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে সাত টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩০ টাকা ৬০ পয়সা।
২০১৪ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানিটি। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ১৩ পয়সা।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩৩ কোটি ১৪ লাখ টাকা। রিজার্ভ ১২৮ কোটি ৪৯ লাখ টাকা।