বাংলাদেশে ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তি সেবা দিতে টেমেনোসের যাত্রা
বাংলাদেশের ব্যাংকিং খাতে তথ্যপ্রযুক্তি সেবা দেবে সুইজারল্যান্ডের টেমেনোস গ্রুপ। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ‘ফর্ট্রেস ডাটা সার্ভিস’ (এফডিএস) নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশে টেমেনোসের বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি ও বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে। টেমেনোসের বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য আগামী দেড় বছরে ২০টি পদে লোক নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় যোগ্য ও দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ সফটওয়্যার শিল্পের বিশেষজ্ঞদের মধ্য থেকে একটি সাপোর্ট টিম গঠন করবে টেমেনোস। এ দলের মাধ্যমে পরামর্শ ও ব্যবসাবিষয়ক সেবা দেওয়া হবে।
টেমেনোসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মার্টিন ফ্রিক বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনোসের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এফডিএসের কয়েক দশকের যে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে সেবা দিতে এফডিএসের সংঙ্গে আমাদের এই অংশীদারত্ব কাজে আসবে। এ দেশের ব্যাংকিং খাতে দ্রুত সেবা দেওয়া হবে।’
এফডিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্র সেতিজোসো বলেন, এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে বিশেষজ্ঞ আনা হবে। এর মাধ্যমে টেমেনোস গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠানের নেতৃত্বের মধ্যে বন্ধন তৈরি করতে সক্ষম হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ব্যাংকগুলোতে তথ্যপ্রযুক্তি সেবা খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের উন্নতির ফলে ইন্টারনেটের মধ্যম বিভিন্ন শ্রেণির মানুষেরও অন্তর্ভুক্তি বেড়েছে। জনসংখ্যার বড় অংশকে অন্তর্ভুক্ত করে ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং ও মাইক্রোফিন্যান্সের কার্যক্রম বাড়াতে হলে ডিজিটাল সেবা বাড়াতে হবে। টেমেনোস কোর ব্যাংকিং সমাধান টি২৪, চ্যানেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের সেবা দিতে সক্ষম। টেমেনোস সম্প্রতি প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংকসহ নয়টি ব্যাংকে সেবা দেওয়া শুরু করেছে।