হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ সভা ২৫ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সুপারিশ করতে পারে।
গত হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১৭ টাকা ৯২ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৯৬ টাকা ৪৪ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষে এর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ১১৫ টাকা ৪৬ পয়সা।
গত এক মাসের মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৫৪২ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ৬০৫ টাকা ৭০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে কোম্পানিটি ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
১৯৮৯ সালে হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৬০ দশমিক ৬৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২৩ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ১৫ দশমিক ৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।