মোবাইল অপারেটরগুলোর গ্রাহক কমেছে!
চলতি বছরের জানুয়ারি মাস শেষে দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে পাঁচটির গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৫ সালের ডিসেম্বর মাস শেষে এ অপারেটরগুলোর যে গ্রাহকসংখ্যা ছিল, এক মাস পরেই তা কমেছে ১৮ লাখ ৩৪ হাজার।
তবে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক বেড়েছে। আগের বছরের ডিসেম্বরের চেয়ে চলতি বছরের জানুয়ারিতে এর গ্রাহক বেড়েছে ৬৮ হাজার।
টেলিটকের বৃদ্ধি পাওয়া গ্রাহকদের বাদ দিলে দেশে এক মাসের ব্যবধানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমেছে ১৮ লাখ ২৭ হাজার ২০০।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি শেষে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৬২ লাখ, বাংলালিংকের তিন কোটি ২৩ লাখ ৬৮ হাজার, রবির দুই কোটি ৭৭ লাখ ৯৫ হাজার, এয়ারটেলের এক কোটি পাঁচ লাখ, সিটিসেলের আট লাখ ৬৭ হাজার ও টেলিটকের ৪২ লাখ ১১ হাজার।
২০১৫ সালের ডিসেম্বর শেষে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার। এ কোম্পানির গ্রাহক কমেছে চার লাখ ৭৫ হাজার। বাংলালিংকের গ্রাহক ছিল তিন কোটি ২৮ লাখ ৬৫ হাজার। কমেছে চার লাখ ৯৭ হাজার। সবচেয়ে বেশি গ্রাহক কমেছে রবির। এ কোম্পানির গ্রাহক ছিল দুই কোটি ৮৩ লাখ ১৭ হাজার। কমেছে পাঁচ লাখ ২২ হাজার। এয়ারটেলের গ্রাহক ছিল এক কোটি সাত লাখ ১০ হাজার। কমেছে দুই লাখ। সিটিসেলের গ্রাহক ছিল ১০ লাখ সাত হাজার এবং টেলিটকের ৪১ লাখ ৪৩ হাজার।
গত বছরের জানুয়ারির তথ্যের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ওই সময় সব অপারেটরেরই নতুন গ্রাহক বেড়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, সিম নিবন্ধনে আঙুলের বাধ্যতামূলক করায় সিম বিক্রি কমেছে। ফলে গ্রাহকও কমেছে।