আইডিএলসি ফাইন্যান্সের নতুন সিইও আরিফ খান
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ খান। ১ মার্চ এ পদে যোগ দেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯১ সালে এবি ব্যাংক দিয়ে কর্মযাত্রা শুরু করেন আরিফ খান। এর পর তিনি আইডিএলসি ফাইন্যান্সে যোগ দেন। ২০১০ সাল পর্যন্ত আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।