বনশ্রীতে ইসলামী ব্যাংকের সেবাঘর চালু
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেবাঘর চালু হয়েছে। গতকাল শনিবার ব্যাংকের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান এ সেবাঘর উদ্বোধন করেন।
সেবাঘরের মাধ্যমে ব্যাংকের গ্রাহক এটিএম ও আইডিএমে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন, বিনিয়োগ তথ্য ও এমক্যাশ সেবা গ্রহণ করতে পারবেন।
সেবাঘর উদ্বোধনের সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির উপব্যবস্থপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন জসীম, ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি শামসুল আলম ভূঁইয়া, সাবেক সহসভাপতি রফিজ উদ্দিন ভূঁইয়া, সাবেক সেক্রেটারি কামাল আবদুল হান্নানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথির ভাষণে বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যাংক দেশব্যাপী সেবাঘরের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে। অর্থায়ন সেবার মাধ্যমে কল্যাণমুখী এ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। ইসলামী ব্যাংকের আধুনিক ও কল্যাণধর্মী সেবা গ্রহণে সবাইকে আহ্বান জানান তিনি।