‘স্বপ্ন পূরণ’ বিজয়ীদের পুরস্কার দিল ওয়েস্টার্ন ইউনিয়ন ও সাউথইস্ট ব্যাংক
ওয়েস্টার্ন ইউনিয়ন ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত রমজান মাসে যৌথভাবে ‘স্বপ্ন পূরণ’ শিরোনামে একটি বিক্রয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। অংশগ্রহণকারীদের প্রত্যেকের কাছে তাঁর সবচেয়ে বড় স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হয়। স্বতন্ত্র্য, আন্তরিক ও উদ্দীপনাময় উত্তরের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ছয়জনকে বেছে নেওয়া হয়। ১২ মার্চ সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।
কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে একটি সম্মানজনক পরিমাণ টাকা দেওয়া হয়, যা দিয়ে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণ করতে পারেন। বিজয়ীদের ইচ্ছেগুলোর মধ্যে ছিল মায়ের চোখের চিকিৎসা, স্থানীয় মসজিদে এয়ারকন্ডিশনার দেওয়া ইত্যাদি।
বিজয়ীদের মধ্যে মো. আসাদুল, শিউলি আক্তার ও মোস্তফা কামাল সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে, মো. রাসেল মীর ওয়ান ব্যাংক লিমিটেডের কাছ থেকে, মো. মিজানুর রহমান ভুঁইঞা শাহ্জালাল ইসলামী ব্যাংকের কাছ থেকে এবং ফয়েজ আহমেদ প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
কোম্পানির পক্ষে বলা হয়, এই প্রচার শুধু রমজানের আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্যই নয়, বরং অর্থ লেনদেনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানির ‘মুভিং মানি ফর বেটার’ আদর্শও বাস্তবায়ন করে।
ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্বপ্ন পূরণ’ কার্যক্রমে বাংলাদেশের যে কোনো নাগরিক তাঁর সেরা ইচ্ছেটি পূরণের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়, এ ক্ষেত্রে তাদের কোনো কেনাকাটা বা লেনদেনের প্রয়োজন হয় না।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়ন, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।