অর্থ চুরিতে আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের গন্ধ!
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে আন্তর্জাতিক চক্র জড়িত আছে বলে জানিয়েছেন র্যাবের ছায়া তদন্তদলের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের বিষয়ে তানভীর হাসান জোহা বলেন, ‘এটা শুধু চুরি নয়, এর সঙ্গে একটি সুসংগঠিত অপরাধীচক্র জড়িত থাকতে পারে।’
জোহা বলেন, ‘এটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে এটা করা হয়েছে। যে চক্রটি এ কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল রিজার্ভকে শূন্যতে নিয়ে আসা। এর সঙ্গে দেশের কারো সম্পৃক্ততা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।’
‘বিদেশি পরামর্শকদের কিছু তথ্য আছে। আমাদেরও কিছু তথ্য আছে। যে সূত্রগুলো পেয়েছি তা যাচাই-বাছাই করার দরকার আছে। কারণ আমরা এখনো জানি না যেসব আইডি থেকে এ কাজ করা হয়েছে, তাদের ইউজার কারা এবং তাদের কার্যক্রমের তালিকাগুলো সংরক্ষণ করা হয়নি কেন, এসব দেখতে হবে’, যোগ করেন জোহা।
এ ঘটনাকে নাশকতার চেষ্টা হিসেবে অভিহিত করে জোহা বলেন, ‘আমাদের টাকা চলে গেলে সরকারের ওপর একটা চাপ আসবে। কারণ রেভিনিউ, রিজার্ভের ওপর হিট করলে সরকারের ওপরই চাপটা আসে।’