এখন থেকে টেলিটকের গ্রাহকও পাবেন বিকাশসেবা
মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্কে বিকাশের মাধ্যমে মোবাইলে আর্থিক লেনদেন সেবা চালু করেছে বিকাশ। ফলে এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশে অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করতে পারবেন।
গতকাল সোমবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় প্রতিমন্ত্রী নিজের টেলিটক সিমে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন করেন।
এর আগে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলসহ দেশের সব জিএসএম মোবাইল অপারেটরের নেটওয়ার্কে বিকাশ যুক্ত ছিল। এখন থেকে এই সেবা যুক্ত হলো টেলিটকেও।
তারানা হালিম বলেন, দেশের দরিদ্র ও ব্যাংকিং সেবাবহির্ভূত বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিকাশ। টেলিটকে বিকাশসেবা চালু এই আর্থিক অন্তর্ভুক্তিকে আরো এগিয়ে নেবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালের ডিসেম্বর মাসে দেশের পঞ্চম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা করে টেলিটক। বর্তমানে এর গ্রাহকসংখ্যা প্রায় ৪৩ লাখ। এখন টেলিটকের নেটওয়ার্কে বিকাশ যুক্ত হওয়ায় বিপুলসংখ্যক গ্রাহক নিরাপদ, সহজ ও কম খরচে অর্থ লেনদেন, কেনাকাটাসহ অনেক কিছুই করতে পারবেন।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, বিকাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ফাইন্যানশিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে টাকা লেনদেন ছাড়া মোবাইল ব্যালেন্স রিচার্জ, বেতন দেওয়াসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন উপস্থিত ছিলেন।