গভর্নর পদ থেকে সরে গেলেন আতিউর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান ড. আতিউর রহমান। এ সময় গভর্নর বলেন, ‘পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করব।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরির ঘটনা নিয়ে সরকার ও বিভিন্ন মহল থেকে গভর্নরের ওপর চাপ ছিল।