কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাটের মামলা সিআইডিতে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় দায়ের করা মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মামলা দায়েরের পরই মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদাম গতকাল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
আজ বুধবার সকালে সিআইডিতে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলাটির তদন্ত ও অন্যান্য অনুসঙ্গিক বিষয়ে জানতে যোগাযোগ করা হয়। সেই সময় নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা জানান, সাধারণত মানি লন্ডানিয়ের যেকোনো অভিযোগের তদন্ত করে সিআইডি। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিয়ের মামলাটিরও তদন্ত করবে সিআইডি।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।