নতুন অর্থসচিব ইউনুসুর রহমান
ব্যাংক ও আর্থিক বিভাগ প্রতিষ্ঠানের সচিব হিসেবে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. ইউনুসুর রহমান নিয়োগ পেয়েছেন।
আজ বুধবার জনপ্রশান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রেদোয়ান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এম আসলাম।
এর আগে এম আসলাম অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগ প্রতিষ্ঠানের সচিব ছিলেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় নৈতিক দায় নিয়ে গতকাল মঙ্গলবার ড. আতিউর রহমান গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব ফজলে কবীর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন।
অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে ব্যাপক রদবদল আনার কথা গত সোমবার সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী।