কিম ওং ফিলিপাইনের সিনেটের জবাব দেবেন কাল
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ততার জন্যে অভিযুক্ত ব্যবসায়ী কিম ওং ফিলিপাইনের সিনেটের তদন্তকারী কমিটির জিজ্ঞাসাবাদের জবাব দেবেন আগামীকাল মঙ্গলবার। তিনি সবকিছু খুলে বলবেন বলে অঙ্গীকার করেছেন।
সোমবার ফিলিপাইনের পত্রিকা ইনকোয়্যারের অনলাইনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সিনেটের তদন্তকারী দলের কাছে এর আগে কিম ওং মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কিম এবার আগের বক্তব্যের সংশোধনী দেবেন বলে আশা করছে সিনেট।
গতকাল রোববার ফিলিপাইনের সিনেটর প্যানফিলো ল্যাকসন ডেইলি ইনকোয়্যারকে জানান, তাঁর দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী কিম ওং। গত সপ্তাহে কিমের সঙ্গে কথা হয়েছে। তাঁরই পরামর্শে সত্য স্বীকারোক্তি দিতে রাজি হয়েছেন কিম।
গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিলিপাইন ফেরেন কিম উং।
গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার চুরির পর ফিলিপাইনের মাকাতি নগরের জুপিটার স্ট্রিটের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চাটির ব্যাংক হিসাবে জমা করা হয়। ওই সব হিসাব বিভিন্ন অসত্য নাম-ঠিকানা ব্যবহার করে কিম উং খুলেছিলেন বলে ব্যাংকটির সদ্য বহিষ্কৃত ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো অভিযোগ করেন।
সন্দেহজনক কাজের জন্যে কিম উংয়ের বিরুদ্ধে দেশটির অর্থপাচার দমন বিভাগ ফৌজদারি মামলা করেছে।