আমরা আশাবাদী বৃহৎ অংশ ফিরে পাব : ডেপুটি গভর্নর
বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘ফিলিপাইন, শ্রীলঙ্কা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা আশাবাদী এর বৃহৎ অংশই আমরা ফিরে পাব।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ বিষয়ে এস কে সুর চৌধুরী এ কথা বলেন। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এস কে সুর চৌধুরী বলেন, ‘অর্থ ফেরত পাওয়ার জন্য আমরাও সর্বাত্মক চেষ্টা করছি। সব নাও পাওয়া যেতে পারে। তা অনিশ্চিত। সব পাওয়াও যেতে পারে।’
গত ৯ মার্চ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চীনের একটি গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে নেয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর শ্রীলঙ্কার ব্যাংকে পাচার হওয়া ২০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ গভর্নর পদ থেকে সরে দাঁড়ান আতিউর রহমান। পরে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন ফজলে কবির।