বৈদেশিক মুদ্রার মজুদ কমেছে
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ (রিজার্ভ) কমেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ মজুদ দাঁড়িয়েছে দুই হাজার ২৮১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার, যা গত ২৬ ফেব্রুয়ারি ছিল দুই হাজার ৩০৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বিবরণীতে এমনটি দেখা গেছে।
২০১৪ সালের ২৪ মার্চ বৈদেশিক মুদ্রার মজুদ ছিল এক হাজার ৯১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। গত বছরের ৩০ জুন এ মজুদ দাঁড়ায় দুই হাজার ১৫৫ কোটি ৮০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
আন্তব্যাংক ডলারের বিপরীতে টাকার দাম গত বছরের ২৪ মার্চ ছিল ৭৭ টাকা ৬৮ পয়সা, ৩০ জুন ৭৭ টাকা ৬৩ পয়সা। তবে চলতি বছরের ২৬ মার্চ ডলারের বিপরীতে টাকার দাম দাঁড়ায় ৭৭ টাকা ৮০ পয়সা, যা ২৪ মার্চ অপরিবর্তিত রয়েছে।
দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স-প্রবাহে গতি থাকায় এবং ডলারের দাম বাড়ায় গত মাসে আগের মাসের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ে। কিন্তু ওই সময় রপ্তানি ভালো থাকলেও আমদানির পরিমাণ কমে। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা আমদানির উৎসাহ হারান।
এদিকে ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারিতে ধার করা টাকার সুদের হার (কল মানি রেট) বাড়ে, মার্চে একটু কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি এই হার ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ, যা ২৪ মার্চ দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ।
গত বছরের ৭ আগস্ট বৈদেশিক মুদ্রার মজুদ দুই হাজার ২০০ কোটি টাকা ছাড়ায়। এরপর গত ৫ নভেম্বর রিজার্ভ পৌঁছায় দুই হাজার ২৩৬ কোটি মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত জানিুয়ারি মাসে রেমিট্যান্স আসে ১২৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। গত ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ১১৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। চলতি মাসে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৩ কোটি ১০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।