ইয়াকিন পলিমারের আইপিও অনুমোদন
ইয়াকিন পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইয়াকিন পলিমার শেয়ারবাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ফ্যাক্টরি ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক খরচ খাতে ব্যয় করবে। তবে কোনো ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে না বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় ( ইপিএস) হয়েছে এক টাকা ৪১ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬১ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।