বিলবোর্ডে মধু চাষ!
প্রচলিত বিলবোর্ডের ধারণা পাল্টে দিল ‘এপি হানি বি-বোর্ড’। সাধারণত পণ্যের বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড স্থাপন করা হয়ে থাকে। এবার সেই বিলবোর্ডের মাঝেই পণ্য উৎপাদন করে দেখাল এপি হানি।
এপি হানি দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের জন্য খাঁটি মধু সরবরাহ করে আসছে। এপি হানির বিপণন দল সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থ্যা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের সহায়তায় ব্যতিক্রমধর্মী এক বিলবোর্ড বানিয়েছে। প্রতিষ্ঠানটির মধুর বিশুদ্ধতার উদাহরণ দিতে তারা বিলবোর্ডের মাঝে মৌমাছি চাষ করছে।
এপি হানির পক্ষ থেকে বলা হয়েছে, বসন্তের এ সময়ে চারিদিকে ফুলে ফুলে ছেয়ে যাওয়ায় মৌমাছিদের আনাগোনা বেড়েছে। এ সুযোগের সদ্ব্যবহার করেছে তারা। প্রথমে বিলবোর্ডের মাঝে রানি মৌমাছি স্থাপন করে। এরপর সেখানে মৌমাছি আসতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই সেখানে মৌচাক তৈরি হয়। এ মৌচাক থেকে আসল মধু সংগ্রহ করে উপস্থিত মানুষের মধ্যে বিতরণও করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, রাজধানীর তিনটি স্থানে এপি হানি বি-বোর্ড স্থাপন করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি সাড়া ফেলেছে। শিগগিরই রাজধানীর বাইরেও তারা এ ধরনের আরো বি-বোর্ড স্থাপন করবে।