বিকাশে কেনাকাটায় ২০% ক্যাশ ব্যাক
পয়লা বৈশাখ উপলক্ষে প্রণোদনা ঘোষণা দিয়েছে মোবাইলে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। দেশের ২৮টি ফ্যাশন হাউস ও অনলাইন শপ থেকে পণ্য কেনাকাটায় ২০ শতাংশ ক্যাশ ব্যাক দেবে প্রতিষ্ঠানটি।
এ প্রস্তাবের আওতাভুক্ত ব্র্যান্ডগুলো হচ্ছে—আড়ং, অ্যাড্রইট, অহং, আম্বার লাইফস্টাইল, ক্যাটস আই, ডুয়েট এডি ঐতিহ্য, আল-আমর, জেন্টেল পার্ক, জ্যোতি, জেনিস, কে জেড, লোটো, ওটু, রঙ, রেক্স, ইয়োলো, ওম্যান্স ওয়ার্ল্ড, আজকেরডিলডটকম, এখনিডটকম, ব্যাপারিডটকম, বিপণীডটকম, বাইমিব্র্যান্ডডটকম, বাই২৪ডটকমবিডি, এসোডটকম, আইফেরিডটকম, প্রিয়শপডটকম, টারটল।
৫ থেকে ১৮ এপ্রিল প্রস্তাবটি কার্যকর থাকবে। অফার চলাকালে বিকাশ গ্রাহকরা উল্লিখিত প্রতিষ্ঠানের ২৪৪টি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন।
গ্রাহক পেমেন্ট করার পরবর্তী কর্মদিবসের মধ্যেই তাঁর বিকাশ হিসাবে ১০ শতাংশ অর্থ ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ আরোপ হবে না।
বিকাশের প্রধান বাণিজ্য কর্মকর্তা রেজাউল হোসেন বলনে, ‘এটি আমাদের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় প্রস্তাব। এর মাধ্যমে গ্রাহকরা দেশের সেরা ব্র্যান্ডগুলোর আউটলেট থেকে তাঁদের পছন্দের পণ্যে কেনাকাটায় মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করে ক্যাশ ব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।’