বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ার অনুমোদন
বিডি থাই অ্যালুমিনিয়ামের রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ঋণ পরিশোধ ও উৎপাদন সক্ষমতা বাড়াবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের পাঁচ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার ১ : ১ অনুপাতে ছেড়ে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩৩ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ৩৬ টাকা ৪০ পয়সার মধ্যে লেনদেন হয়।
১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।