বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ৭ সংগঠনের
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার না হওয়ার প্রতিবাদে ১৯ এপ্রিল রোববার থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধসহ লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন। আর এই সংগঠনগুলো কর্মবিরতি শুরু করলে কার্যত অচল হয়ে পড়বে বেনাপোল বন্দর।
গতকাল রোববার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে সাতটি সংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান।
ঘোষণায় বলা হয়, আজ সোমবার মানববন্ধন, ১৫ ও ১৬ এপ্রিল বন্দর ও কাস্টমসে দুই ঘণ্টা কর্মবিরতি এবং ১৯ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও আমদানি-রপ্তানিকারক সমিতির নেতারা অংশ নেন।
উল্লেখ্য, সরকারি ট্রেজারি ব্যাংকে রাজস্ব জমা দিতে যাওয়ার সময় সোনালী ব্যাংকের সামনে থেকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ১১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় অভিযোগ করা হলেও গত ছয় দিনেও ছিনতাই হওয়া অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, তাঁরা ছিনতাই হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিগগিরই টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।