আমান কটন ফাইব্রাসের আইপিওর রোড শো ২৪ জুলাই
বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইব্রাস লিমিটেড। এরই অংশ হিসেবে ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর এয়ারপোর্ট রোডে অবস্থিত হোটেল লা মেরিডিয়ানে রোড শো আয়োজন করবে কোম্পানিটি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোড শোতে যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার জন্য কোম্পানির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
যোগ্য বিনিয়োগকারী হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, এরই মধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী ও কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার পেতে আবেদন করতে পারবে।
আমান কটন ফাইব্রাসের আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড।