জেমিনি সি ফুডের পর্ষদ সভা মঙ্গলবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুডের পর্ষদ সভা আগামী মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সভায় ২০১৬ সালে ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে লভ্যাংশ সুপারিশ করতে পারে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৭ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এর আগে ১১ আগস্ট কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা পরিবর্তন করা হয়।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন এক হাজার ৪০ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৪১৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
জেমিনি সি ফুড ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ দুই কোটি টাকা। পরিশোধিত মূলধন এক কোটি ১০ লাখ টাকা।