প্লেজ হারবার স্কুলের ক্যান্টিনের দায়িত্ব পেল কাসুন্দী
ভিয়েলাটেক্স গ্রুপের প্লেজ হারবার ইন্টারনাশন্যাল স্কুলের (পিএইচআইএস) ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পেয়েছে জুন অ্যান্ড জাইফ গ্রুপের কাসুন্দী রেস্তোরাঁ। এ নিয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে পিএইচআইএসের প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়।
পিএইচআইএসের পরিচালক-প্রধান তাজিন সিনহা ও জুন অ্যান্ড জাইফ গ্রুপের চেয়ারপারসন জেসমীন জাহান মুন কাসুন্দীর পক্ষে চুক্তিপত্রে সই করেন। আগামী ১ মে থেকে কাসুন্দী রেস্তোরাঁ পিএইচআইএসের ক্যান্টিনের দায়িত্ব নেবে।
আজ বৃহস্পতিবার জুন অ্যান্ড জাইফ গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ভিয়েলাটেক্স গ্রুপ প্লেজ হারবার ইন্টারনাশন্যাল স্কুলের দায়িত্ব নেয়। এর পর থেকে স্কুলের মানোন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে ভিয়েলা টেক্স ক্যাটারিং ও রেস্তোরাঁ ব্যবসায় জুন অ্যান্ড জাইফ গ্রুপের কাসুন্দী রেস্তোরাঁর সঙ্গে এ চুক্তি করল। এখন থেকে স্কুলটির প্রতি শিক্ষার্থীর (শিশু) চাহিদা ও বয়স অনুযায়ী কাসুন্দী দৈনিক স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে। এতে স্কুলের পাশাপাশি অভিভাবকরাও সন্তুষ্ট হবেন বলেই বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
চুক্তি সই অনুষ্ঠানে প্লেজ হারবার স্কুলের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ এ শাহ ও ফারিয়া মোস্তাফা এবং কাসুন্দীর ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান ও কাপ্টেন ফুয়াদ খান উপস্থিত ছিলেন।