গুলশানে বাণিজ্যিক ভবনে জায়গা কিনবে ইউনিক্যাপ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল (ইউনিক্যাপ) লিমিটেডের পরিচালনা পর্ষদ রাজধানীর গুলশানে একটি বাণিজ্যিক ভবনে নবম তলায় ১০ হাজার ১৬৯ বর্গফুট জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর গুলশান এভিনিউয়ে ব্লক সিডব্লিউএস (এ) সংলগ্ন ১৬ নম্বর প্লটে ১ দশমিক ৯০৮৩ কাঠা জমির ওপর নির্মিত বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের ভবন বিটিআই ল্যান্ডমার্ক ভবনে ওই জায়গা কিনবে ইউনিক্যাপ। অন্যান্য খরচসহ ওই জায়গার দাম পড়বে ৩৩ কোটি ৪৬ লাখ টাকা। এ বিষয়ে এরই মধ্যে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইউনিক্যাপ ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৪২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা।
মোট শেয়ার ১৪ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬০৩টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি দশমিক ১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৬ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে ইউনিক্যাপের শেয়ার সর্বনিম্ন ১০ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১১ টাকা ৬০ পয়সা।