বসুন্ধরা সিটি শপিং মলে এপেক্সের আউটলেট উদ্বোধন
চামড়াশিল্প খাতের প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড আজ বৃহস্পতিবার বসুন্ধরা সিটি শপিংমলে আউটলেট উদ্বোধন করেছে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও কেনাকাটার পরিবেশ আরো আকর্ষণীয় করার কথা মাথায় রেখে আউটলেটটি নতুনভাবে সাজানো হয়েছে।
আউটলেটটির উদ্বোধন করেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মোমেন ভুঁইয়া ও প্রধান পরিচালন কর্মকর্তা রাজন পিল্লাই।
এ ছাড়া এই অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের অনেকে উপস্থিত ছিলেন।
এই আউটলেটে থাকছে এপেক্সে নিজস্ব ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং এক্সেসরিজের সমারোহ, যা ক্রেতাদের সব ধরনের ফুটওয়্যার চাহিদা পূরণ করছে। ক্রেতারা আগামীতে আরো ভালো সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন কোম্পানি কর্তৃপক্ষ।