একমি ল্যাবরেটরিজের পর্ষদ সভা ২০ সেপ্টেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই লিস্টিং রেগুলেশন অ্যাক্টের ১৯(১) ধারা মোতাবেক এ সভা করবে কোম্পানিটি। সভায় কোম্পানির ২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা হবে। প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ ঘোষণা করতে পারে।
চলতি ২০১৬ সালের ৩১ মার্চ (তৃতীয় প্রান্তিক) পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় তিন টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৭৩ টাকা ৮৫ পয়সা। গত এক মাসে প্রতিটি শেয়ার ১১২ টাকা ৮০ পয়সা থেকে ১০৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৭তম সভায় একমি ল্যাবরেটরিজকে আইপিও অনুমোদন দেওয়া হয়। ১১-২১ এপ্রিল বিনিয়োগকারীদের থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়।
একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানের মোট শেয়ার ২১ কোটি ১৬ লাখ এক হাজার ৭০০টি। অনুমোদিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ টাকা ২০ হাজার টাকা।