বাংলাদেশ-জার্মানির বাণিজ্য ১২% বেড়েছে : জার্মান রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত এইচ ই ড. থমাস প্রিন্জ বলেছেন, ২০১৪ সালে এ দেশের সাথে জার্মানির দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ইউরো। এটি আরো বাড়বে। গত বছর দুই দেশের বাণিজ্য ১২ শতাংশের বেশি বেড়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিজিসিসিআই সদস্য ও ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থমাস প্রিন্জ বিজিসিসিআইয়ের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের ভষ্যিৎ উজ্বল। এখানে গতিশীল বাজার রয়েছে। ২০১৪ সালে এ দেশের সাথে জার্মানির দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ইউরো। এটি আরো বাড়বে। গত বছর দুই দেশের বাণিজ্য ১২ শতাংশের বেশি বেড়েছে।’
থমাস প্রিন্জ বলেন, ‘অনেক বছর ধরে বাংলাদেশে জার্মান বিনিয়োগ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। এর কারণ আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন, কারখানা নির্মাণে ভূমির জামানত, হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি। ইমেজ-সংকটও বিনিয়োগে বাধা সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘আমার সময়ে আমি অর্থনৈতিক সম্ভাবনা, উন্নয়ন সহযোগিতা নিয়ে কাজ করব।’
বিজিসিসিআই সভাপতি সাখাওয়াত আবু খায়ের অনুষ্ঠানে বক্তব্য দেন।