রেশাদুর রহমান ঢাকা ব্যাংকের চেয়ারম্যান
ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশাদুর রহমান। আর ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন রোকসানা জামান। সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় তাঁরা নির্বাচিত হন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রেশাদুর রহমান বর্তমানে আর আর হোল্ডিংসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি আর আর ট্রেডিংয়ের প্রধান নির্বাহী।
এর আগে কোম্পানিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আবদুল হাই সরকার।
ঢাকা ব্যাংক দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। এর অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬২৫ কোটি ৩৬ লাখ টাকা। এর মোট শেয়ার ৬২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ২৬০টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৫ শতাংশ শেয়ার।